মুম্বাই: সোমবারের রেকর্ড পতনের পর মঙ্গলবারও রুপির দামের ওঠা-নামা অব্যাহত।
এদিন সকালে বাজার খোলার পর রুপির পতন গতকালের রেকর্ডকেও ছাপিয়ে যায়।
এরপর যদিও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। দাম সামান্য বেড়ে হয় ৫৪ রুপি ৯৯
পয়সা। পরিস্থিতি সামাল দিতে ফরওয়ার্ড ট্রেডিং নিয়ে বেশকিছু নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রির্জাভ ব্যাংক।
এদিন বিএসই বেঞ্চমার্ক সেনসেক্স ১৫৬ দশমিক ৮৫ পয়েন্ট কমলো। দিনের শুরুতে সেনসেক্স বৃদ্ধি পেলেও দিনের শেষে সম্পূর্ণ উল্টো চিত্র লক্ষ্য করা যায়।
দিন শেষে ডলার প্রতি ভারতীয় রুপির দাম হয় ৫৫ দশমিক ৩৯ রুপি।
সোমবার নতুন সপ্তাহের শুরুতেই প্রতি ডলারের দাম ছাড়িয়ে যায় ৫৫ রুপি ৬১ পয়সা। পরে দিন শেষে ১ ডলারের দাম দাঁড়ায় ৫৫ দশমিক ০৩ রুপি।
এদিকে টাকার টানা পতনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শেয়ার বাজারে। পতনে আরও ইন্ধন জোগায় মার্কিন আর্থিক সংস্থা মরগ্যান স্ট্যানলির ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কাটছাঁট করার খবর।
২০১২ সালের জন্য তা ৬ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬ দশমিক ৩ শতাংশে। আর ২০১৩ সালের ক্ষেত্রে তা ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে দেওয়া হয়েছে ৬ দশমিক ৮ শতাংশে। ভারতের আর্থিক পরিস্থিতি নিয়েও হুঁশিয়ারি দিয়ে মরগ্যান স্ট্যানলি জানিয়েছে, চড়া রাজকোষ ঘাটতি সত্ত্বেও জোর দেওয়া হচ্ছে ভোগ্যপণ্যে খরচ বাড়ানোয়। অথচ কমছে শিল্পে লগ্নি।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর