নয়াদিল্লি: ইউপিএ-২ তৃতীয় বর্ষপূর্তিতে সরকারের এক বছরের কাজের রিপোর্ট পেশ করে মঙ্গলবার রাতে কেন্দ্র-রাজ্য সমন্বয়েই জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷
এদিন তিনি বলেন, দুর্নীতি দমনে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। বিদ্যুতায়ন, টেলিযোগাযোগ, শস্য উৎপাদনসহ একাধিক ক্ষেত্রে ইউপিএ টু সরকার ভাল করেছে।
বিশ্বজোড়া আর্থিক মন্দার মধ্যে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷
এদিন সোনিয়া গান্ধি বলেন, গত এক বছরে অনেক ঝড়ঝাপ্টা সরকারকে সামলাতে হয়েছে৷ তা সত্ত্বেও সরকার তার লক্ষ্য থেকে সরে যায়নি ৷
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, অনেক সময়ই তারা দায়িত্বজ্ঞানহীনের মতো সমালোচনায় সরব হয়েছেন ৷
তবে, সোনিয়া এদিন দল ও শরিক দলের সাংসদদের মনে করিয়ে দেন, সরকারের কাজের প্রকৃত মূল্যায়ণ হবে ২০১৪-র লোকসভা ভোটেই ৷
এদিন প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত না থাকলেও তৃণমূলের তরফে দুই কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়সহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন ৷
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর।