কলকাতা : রাজ্য সরকারের বিদ্যাসাগর পুরস্কার প্রাপক হিসাবে তার প্রস্তাবিত নাম বাতিল হওয়ায় বাংলা একাডেমির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মহাশ্বেতা দেবী।
বুধবার মহাশ্বেতা দেবী জানান, বিদ্যাসাগর পুরস্কার প্রাপক হিসাবে তাদেরকে নাম প্রস্তাব করার কথা বলা হয়।
কিন্তু দেখা যায়, সেখান থেকে একজনের নাম বাদ দিয়ে অন্য একজনকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি লেখক জীবনে সবচেয়ে বড় অপমান বলে জানান মহাশ্বেতা দেবী। এ অপমানের কারনেই তিনি বাংলা একাডেমির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বাংলা একাডেমির চেয়ারম্যান পদ থেকে মহাশ্বেতা দেবীর এ পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে জল্পনার সৃষ্টি হয়েছে।
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন, কবি সুনন্দ সান্যাল, চিত্রকর সমীর আইচ প্রমুখ জানান, এ সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। সরকারের উচিত, এ বিষয়ে মহাশ্বেতা দেবীর সঙ্গে কথা বলে তাকে এ পদে রাখার চেষ্টা করা।
বাংলাদেশ সময় : ২০২৩ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর