ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিক্ষোভ প্রতিবাদের ডাক দিল সিপিআই(এম)

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় রাজ্যব্যাপী বিক্ষোভ প্রতিবাদের ডাক দিল সিপিআই(এম)। নজিরবিহীনভাবে পেট্রোলের দাম বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।



পেট্রোলের চড়া মূল্য বৃদ্ধির ফলে যানবাহনের ভাড়া থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। অসহনীয় চাপ পড়বে সাধারণ মানুষের উপর।

সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সরকারের মার্কিন ঘেঁষা নীতির কারনেই স‍াধারণ মানুষের উপর এই চাপ পড়ছে। কারণ, ইরান তুলনামুলকভাবে কম দামে ভারতকে জ্বালানি তেল সরবরাহ করতে রাজি ছিল। মার্কিন চাপের কারণে ভারত সরকার ইরান থেকে তেল আমদানি কমিয়ে দিচ্ছে। আর প্রয়োজনে এই অংশটুকু আনতে হচ্ছে অন্য দেশ থেকে বেশি দামে।

এদিন দুপুর থেকেই রাজ্যের সর্বত্র জনবিক্ষোভ পালন করার ডাক দিয়েছে পার্টি। সকাল থেকেই শুরু হয়ে গেছে এর প্রস্তুতি। রাজ্যের সাধারণ মানুষ এবারের পেট্রোলের দাম বৃদ্ধিকে নির্মম বলে আখ্যায়িত করছেন। এক লাফে এত টাকা বৃদ্ধি এর আগে হয় নি দেশে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২৪, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।