নয়াদিল্লি: পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩১ মে সারা ভারতে হরতালের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই হরতালকে সর্মথন করছে বাম দলগুলো।
বৃহস্পতিবার সকালে হরতালের ডাক দেয় এনডিএ জাট।
তারা জানান, প্রেট্রোলের দাম বাড়ায় প্রভাব পড়বে রান্নার গ্যাস-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর।
এদিকে হরতালের চিন্তাভাবনা করছে কলকাতার ট্যাক্সি ইউনিয়নগুলোও। হরতালের দিন স্থির করতে এদিন বিকলে বৈঠক ডেকেছে ট্যাক্সি ইউনিয়নগুলো। এছাড়া এদিন বিকেল ৩টায় কলকাতার হাজরা থেকে মেয়ো রোড র্পযন্ত মিছিল করবে তৃণমূল। এই মিছিলে থাকবেন দলের বহু র্শীষস্থানীয় নেতা। মিছিলের নেতৃত্বে থাকবনে তৃণমূলের র্সবভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়।
বাংলাদশে সময়: ১৪১০ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর