আগরতলা (ত্রিপুরা): পেট্রোলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা রাজ্যে প্রতিবাদের ঝড় তুলল বামপন্থীরা। এদিন রাজ্যের এমন কোনো পাড়া বাদ যায়নি যেখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়নি।
কেন্দ্রীয় সরকার বুধবার রাতে সাড়ে সাত টাকা করে পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এর বিরুদ্ধে এদিন রাজ্যের সর্বত্র জনবিক্ষোভ পালন করার ডাক দেয় পার্টি। সকাল থেকেই শুরু হয়ে গেছে এর প্রস্তুতি। রাজ্যের সাধারণ মানুষ এবারের পেট্রোলের দাম বৃদ্ধিকে নির্মম বলে আখ্যায়িত করছেন। এক লাফে এত টাকা বৃদ্ধি এর আগে হয়নি দেশে।
রাজ্যের প্রতিটি মহকুমা, জেলা নগর এবং গ্রামে হয়েছে অসংখ্য বিক্ষোভ মিছিল ও সভা। এদিন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কুশপুতুল পোড়ায় বামপন্থী সমর্থকরা।
সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে, এদিন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই অনেক জায়গায় পথে নেমেছিল।
এসব সভায় নেতৃবৃন্দ বলেছেন, পেট্রোলের চড়া মুল্য বৃদ্ধির ফলে যান বাহনের ভাড়া থেকে শুরু করে সমস্ত জিনিস পত্রের দাম বাড়াবে। অসহনীয় চাপ পাড়বে সাধারণ মানুষের উপর। কেন্দ্রে যে একটা সরকার রয়েছে তা বিভিন্ন সিদ্ধান্ত দেখে বোঝাই যাচ্ছে না।
সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সরকারের মার্কিন ঘেঁষা নীতির কারণেই সধারণ মানুষের উপর এই চাপ পড়ছে। কারণ ইরান তুলনামূলকভাবে কম দামে ভারতকে জ্বালানি তেল সরবরাহ করতে রাজি ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে ইরানের সম্পর্ক ভালো না। ফলে মার্কিন চাপের কারণে ভারত সরকার ইরান থেকে তেল আমদানি কমিয়ে দিচ্ছে। আর প্রয়োজনের এই অংশটুকু আনতে হচ্ছে অন্য দেশ থেকে বেশি দামে।
বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মে ২৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর