নয়াদিল্লি : ভারতে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রশ্নে ইউপি-২ সরকার যে পিছু হটছে না, তা শুক্রবার সংবাদ বৈঠকে পরিষ্কার বুঝিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি।
এদিন দিল্লিতে জয়পাল রেড্ডি বলেন, শিগগিরই আংশিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই।
এ বিষয়ে সব রাজনৈতিক দলের সহযোগিতাও এদিন কামনা করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী।
আংশিক দাম কমার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার আরও কিছুদিন আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখবে। আমরা সাধারণের সমস্যা সম্পর্কে অবহিত। কিন্তু তেল সংস্থাগুলির ভয়ানক ক্ষতি মেনে নেওয়া সম্ভব নয়। পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন তেল কোম্পানি। যতদিন টাকার দাম কমবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, ততদিন পেট্রোলিয়াম মন্ত্রণালয় কোনও সুনির্দিষ্ট মতামত জানাতে অপারগ।
তুর্কমেনিস্তান সফর থেকে দ্রুত দিল্লিতে ফেরার পর শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন পেট্রোলিয়াম মন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, ওই বৈঠেকের আলোচ্যসূচিতে পেট্রোলের মূল্যবৃদ্ধির বিষয়টি ছিল না।
গত ২২ মে সরকারি সফরে তুর্কমেনিস্তান যান জয়পাল রেড্ডি। তার ফেরার কথা ছিল সোমবার। কিন্তু গত বুধবার তেল কোম্পানিগুলো পেট্রোলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে দেওয়ায় ঘরে-বাইরে তীব্র ক্ষোভের মুখে পড়ে মনমোহন সরকার। এরপর বৃহস্পতিবার রাতে সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন পেট্রোলিয়াম মন্ত্রী।
এদিকে মনমোহন সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু এদিন বলেন, পেট্রোলের বর্ধিত দাম কমালে রাজকোষ ঘাটতি আরও বেড়ে যাবে। এর ফলেই সাধারণভাবে বেড়ে যাবে পেট্রোলের দাম।
বাংলাদেশ সময় : ০৫১১ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর