কলকাতা : পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা চাক্কা জ্যামে শনিবার বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতার সব প্রান্ত।
রাজ্যের ১২টি বামপন্থী যুব সংগঠনের ডাকা চাক্কা জ্যামে দুপুরে শহরের যানবাহন থমকে যায় ৷ বেলা ১২টা থেকে হাজরা, বেহালা, যাদবপুর, মৌলালি ও শ্যামবাজারে ১৫ মিনিটের চাক্কা জ্যামের ডাক দেন ডিওয়াইএফআই সমর্থকরা ৷ সড়কে বসে পড়ে তারা প্রতিবাদ করেন।
অন্যান্য জায়গায় সময়মতো বেলা ১২টায় চাক্কা জ্যাম শুরু হলেও মৌলালিতে গাড়ির স্রোত আটকে দেওয়া হয় আরও আগে। তবে সব জায়গার মতো মৌলালিতেও জ্যাম ওঠে ১২ টা ১৫ মিনিটে ৷ কিন্তু তাতেই তৈরি হয় ব্যাপক যানজটের ৷ তীব্র গরমে বাস-গাড়ির ভিতরে হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা। চরম ভোগান্তি হয় তাদের।
এদিকে বিকেল ৫টায় পেট্রোলের বর্ধিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার প্রতিবাদ মিছিল রয়েছে দক্ষিণ কলকাতায় ৷ সেক্ষেত্রে বিকেলেও শহরে ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে ৷
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর