কলকাতা : প্রচণ্ড দাবদাহের পর তুমুল বৃষ্টি হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। বিভিন্ন এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন ১২ জন৷ এর মধ্যে বর্ধমানে ৯ জন ও মালদার হবিবপুরে ৩ জন নিহত হয়েছেন বাজ পড়ে৷
রোববার বিকেল ৪টায় বর্ধমানে বৃষ্টি শুরু হয়৷ সঙ্গে ছিল ঝড়ো হাওয়া৷ টানা এক ঘণ্টা বৃষ্টি হওয়ার পর স্বাভাবিক ভাবেই নামে তাপমাত্রা।
আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে৷ জেলা শাসক ওঙ্কার সিংহ মিনা জানান, যে সব এলাকায় বাজ পড়েছে, সেই সব এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রীসহ দল পাঠানো হয়েছে৷
এছাড়া বৃষ্টি হয় উত্তরবঙ্গের মালদা জেলায়ও৷ বেলা ১টা নাগাদ বৃষ্টি শুরু হয়৷ জেলার সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়৷ গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রিতে ওঠানামা করছিল।
ঝমঝমে বৃষ্টি নামে কলকাতা এবং তার আশপাশেও। এক ধাক্কায় তাপমাত্রা কমে অনেকটাই৷ বিকেলের পর থেকেই আকাশ ছিল মেঘলা৷ সন্ধ্যার পর আকাশে মেঘের ঘনঘটা৷ তার পর শহর ও শহরতলীজুড়ে বৃষ্টি শুরু হয়, সঙ্গে ছিল ঝড়ের দাপট৷
গত কয়েকদিন ধরেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী৷ সঙ্গী ছিল তাপপ্রবাহ৷ অস্বস্তিসূচক তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি৷
বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর