আগরতলা (ত্রিপুরা) : ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজ্যের প্রথম সফটওয়ার টেকনোলজি পার্কের।
সোমবার বিকাল চারটায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ইন্দ্রনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ সফটওয়ার টেকনোলজি পার্কের।
আইবিএম, মাইক্রোসফট, ইনফোসিসসহ বেশ কিছু তথ্য-প্রযুক্তি সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠান রাজ্যের এ পার্ক নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
রাজ্যের এ প্রকল্পটির বাস্তবায়ন করছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। ৪২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ইন্দ্রনগরে গড়ে উঠবে ৬তলা বিশিষ্ট এ সফটওয়ার পার্ক।
ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলেন, ‘রাজ্যে তথ্য-প্রযুক্তির সম্ভাবনা বাড়ছে। এজন্য তৈরি হয়েছে প্রয়োজনীয় মানব সম্পদও। এসবের নিরিখেই আমরা পরিকাঠামো গড়ে তোলার কাজে হাত দিয়েছি। ’
উত্তর-পূর্বাঞ্চলে গুয়াহাটির পর এবার ত্রিপুরা রাজ্যে সফটওয়ার টেকনোলজি পার্ক গড়ে উঠছে।
বাংলাদেশ সময় : ২১১৮ ঘণ্টা, মে ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর