ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আইপিএলে ট্রফি নিয়ে ফিরলো নাইট বাহিনী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মে ২৯, ২০১২
কলকাতায় আইপিএলে ট্রফি নিয়ে ফিরলো নাইট বাহিনী

কলকাতা: শহরে ভারতসেরা নাইটবাহিনী ৷আইপিএলের ট্রফি জয়ের পর সোমবার রাতে কলকাতায় পা রাখল নাইট রাইডার্স ৷

এদিন রাত প্রায় ১০টা নাগাদ কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে কেকেআরের বিমান ৷ সাড়ে ১০টা নাগাদ একে একে বাইরে বেরিয়ে আসেন অধিনায়ক গৌতম গম্ভীর, সাকিব, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্ল, ফাইনালের হিরো মনবিন্দর বিসলা-সহ অন্যান্য খেলোয়াড়রা ৷

তার বহু আগে থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন অগুণতি ভক্ত-সমর্থক ৷ খেলোয়াড়দের দেখতে পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা ৷

বিমানবন্দরের বাইরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চে একে একে ওঠেন গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লরা।

রাজ্য সরকারের তরফে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস।

বিজয়ী নাইটদের হাতে রাজ্য সরকারের তরফে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। মিনিট পাঁচেকের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নাইট রাইডার্স ক্রিকেটারদের নিয়ে টিম হোটেলের দিকে রওনা হয়ে যায় টিমবাস।

ইডেন গার্ডেন্সে মঙ্গলবার সকালে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলকে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার ৷

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মে ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।