কলকাতা: পরিবর্তনের সরকারের প্রথম বছরে রাজ্যের আইএএস আধিকারিদের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
মঙ্গলবার টাউন হলে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক এবং সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
বৈঠকে অফিসারদের এক বছরের কাজে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আইএএস- দের প্রশংসা করে তিনি বলেন, এক বছরে ভাল কাজ হয়েছে। সবাই একই পরিবারের মতো কাজ করেছেন। আরও ভাল করে কাজ করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী ।
বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রীয় অনুদানের টাকা ফেরত যাওয়ার অভিযোগ বাম আমলে বারবার উঠেছে । এর পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারে আইএএস -দের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী ।
তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের পুরো টাকা খরচ করতে হবে । কোনও টাকা যাতে ফেরত না যায়, সেদিকে নজর দিতে হবে। ১০০দিনের কাজ, গ্রামীণ বৈদ্যুতিকরণ, পানীয় জলের সমস্যা দূর করা, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের দ্রুত ও সফল রূপায়ণেও জোর দেন মুখ্যমন্ত্রী ।
এদিনের বৈঠকে অর্থমন্ত্রী অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমসহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর