ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত ৭ জওয়ান

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ৩০, ২০১২

নয়াদিল্লি : ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে জঙ্গি হামলায় বুধবার নিহত হলেন ৭ জন ভারতীয় জওয়ান।

এদিন, মোটরসাইকেলে করে সন্দেহভাজন ২জন জঙ্গি সিআরপিএফ জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে ৭ জওয়ান আহত হন।

ঘটনাটি ঘটেছে এদিন শ্রীনগরের খানায়ার অঞ্চলের শিরাজ সিনেমা হলের সামনে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওইসময় ৮২ ব্যাটেলিয়নের একদল সিআরপিএফ জওয়ান গাড়িতে করে যাচ্ছিল। আচমকাই ২ জন মোটরসাইকেল আরোহী জওয়ানদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গুলি ছুড়তে ছুড়তেই জঙ্গিরা পালিয়ে যায়।

ঘটনার পরপর আহত জওয়ানদের এসকেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক ফ্রন্ট নামের স্বল্প পরিচিত এক জঙ্গি গোষ্ঠী। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।