নয়াদিল্লি : নয়াদিল্লির মধুবিহারে একটি বহুতল দোকানে কাঠের গুদামে আগুন লাগে বুধবার সকাল সাড়ে ৭টায়। আগুন নেভাতে দমকলের ১৭টি ইঞ্জিন আসে।
এটি একটি কমার্শিয়াল বিল্ডিং। কাঠের গুদামের ওপরে কাপড়ের গুদাম ছিল।
কাঠের গুদাম থেকে আগুন কাপড়ের গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ক্রেন দিয়ে জল দেওয়া হয়। দমকল কর্মীদের তৎপরতায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবেকাজ করতে গিয়েই সেখানে আগুন লাগে বলে স্থানীয় মানুষের অনুমাণ।
আগুনে ক্ষতির পরিমাণ প্রচুর। পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।
অন্যদিকে, ইন্দোরে প্যাসেঞ্জার ট্রেনের চলন্ত বগিতে আগুন লেগে যায় বুধবার ভোর ৫টা নাগাদ। পরে গাড়ির ৫টি বগি আলাদা করে দেওয়া হয়। ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।
বাংলাদেশ সময় : ২০০৩ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর