ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘হরতাল করতে বিজেপি, সিপিএম যৌথভাবে হামলা করছে!’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ৩১, ২০১২

কলকাতা : বিজেপির ডাকা ২৪ ও বাম দলগুলোর ডাকা ১২ ঘণ্টার হরতাল সম্পর্কে বৃহস্পতিবার রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র অভিযোগ করছেন, বিজেপি ও সিপিএম যৌথভাবে হামলা করছে হরতাল সফল করার জন্য।

তিনি বলেন, সকাল আটটার পর রাজ্যের বিভিন্ন স্থানে ভাঙচুর শুরু হয়।

বিজেপির কর্মীরা এ হামলা চালিয়েছেন, সঙ্গে সিপিএমও ছিল। যৌথভাবে তাণ্ডব চালানো হয়েছে।

মদন মিত্র আরো বলেন, ‘ষাটের দশকের মতো সিপিএমকে আর ভাঙচুর করতে দেবো না। হরতাল মোকাবিলায় সরকার কঠোরতম পদক্ষেপ নেবে। ’

শহরে ট্যাক্সি দেখা না গেলেও তিনি দাবি করেন,  ট্যাক্সি চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরো বলেন, বিজেপির তাণ্ডবে মানুষকে হেনস্থা হতে হয়েছে। হরতাল সমর্থকেরা সরকারি বাস ভাঙচুর করেছেন। সব জায়গায় পুলিশ দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, মহাকরণে ৯০ শতাংশ কর্মী কাজে এসেছেন। সরকারি হাজিরা প্রমাণ করছে, মানুষ হরতালের বিরোধী।

হরতাল ভাঙতে তৃণমূল কর্মীরা রাস্তায় নামেননি বলেও জানান পরিবহন মন্ত্রী।

বাংলাদেশ সময় : ১৯২৩ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।