ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার নরেন্দ্র মোদির সমলোচনা বিজেপির মুখপত্রের!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১, ২০১২

নয়াদিল্লি : প্রথমে প্রবীন নেতা লালকৃষ্ণ আদভানি দলের সমালোচনা করে নিজের ব্লগে লিখেছেন। এবার নাম উল্লেখ না করে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছে বিজেটির মুখপত্র ‘কমল সন্দেশ’ পত্রিকা।



মুখপত্রে নরেন্দ্র মোদির সমালোচনা করে বলা হয়েছে, ‘কিছু মানুষ তাড়াহুড়ো করতে চাইছেন। ওপরে উঠতে চেয়ে অন্যজনকে ছোট করার চেষ্টা করছেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চাওয়া ওই সব মানুষ ভুলে যান, একদিন ফের নিচে নেমে আসতে হবে। মনে রাখতে হবে, অতিরিক্ত বাহবা সময় সময় খারাপ হওয়ার আশঙ্কা থাকে’।

সম্প্রতি মুম্বইতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ঘিরে নরেন্দ্র মোদি যেভাবে দলকে ‘নাস্তানাবুদ’ করেছেন, সে বিষয়টি দলীয় মুখপত্রে বড় করে জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, মুম্বাইয়ের কর্মসমিতির বৈঠকে প্রথমে উপস্থিত থাকতে চাননি মোদি। যেহেতু মোদির বিরোধী সঞ্জয় যোশী বৈঠকে উপস্থিত ছিলেন, সে কারণেই বৈঠক এড়িয়ে যেতে চান তিনি।

পরে কর্মসমিতির সদস্যপদ থেকে যোশি ইস্তফা দেওয়ায় শেষমেশ মুম্বাইতে হাজির হন গুজরাট মুখ্যমন্ত্রী। বিষয়টি দলের একটি অংশ ও সঙ্ঘ পরিবারকে আঘাত করেছে বলে মুখপত্রে বলা হয়েছে।

যদিও ‘কমল সন্দেশ’এ সম্পাদকীয় লেখা নিয়ে অহেতুক সমালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেনবিজেপির মুখপাত্র প্রকাশ জাভরেকর। তিনি বলেন, কারো নাম নিয়ে এটি লেখা হয়নি। বিষয়টি নিয়ে অহেতুক কোনো গল্প তৈরি না করাই ভালো।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিজের ব্লগে নাম উল্লেখ না করে বিজেপির সভাপতি নীতিন গডকড়িকে তুলোধূনা করেন লালকৃষ্ণ আদভানি। লেখায় তিনি সুষমা স্বরাজ ও অরুণ জেটলির নেতৃত্বের প্রশংসা করলেও গডকড়ির নীতির সমালোচনা করেন।

তিনি লিখেছেন, ‘মানুষ ইউপিএর কাজে ক্ষুদ্ধ। তবে তারা আমাদের ব্যাপারেও হতাশ’। উত্তর প্রদেশের ভোটে বিপর্যয়, মায়াবতীর দল থেকে দুর্নীতির অভিযোগে বিতাড়িত বাবুসিংহ কুশওয়াহাকে দলে টানা, ঝাড়খণ্ডে অংশুমান মিশ্রকে রাজ্যসভার প্রার্থী করা, কর্নাটকে সংকট সামলাতে ব্যর্থ হওয়ার মতো প্রসঙ্গ তুলে গডকড়ির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মুম্বাই বৈঠকেই প্রবীণ এ বিজেপি নেতা বলেছিলেন, ‘দেশজুড়ে কংগ্রেস বিরোধিতার হাওয়া তৈরি হলেও বিজেপি তার সুযোগ নিতে পারছে না। বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বিজেপি কর্মীদের এতো হতাশ হতে আগে কখনও দেখিনি। ’

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।