আগরতলা (ত্রিপুরা) : বিভিন্ন কর আদায়ের ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে ত্রিপুরা। সদ্য শেষ হওয়া অর্থবছরে কর আদায়ের ক্ষেত্রে রাজ্যের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল, তা পেরিয়ে গেছে।
শুক্রবার আয়কর দফতরের কমিশনার ব্রিজেশ পাণ্ডে এক সাংবাদ সম্মেলনে এ খবর জানান। শেষ অর্থবছরে ত্রিপুরায় যে পরিমাণ বিক্রয়কর, পরিষেবা কর এবং আয়কর আদায় করা সম্ভব হয়েছে তা গত ৩০ বছরের রেকর্ড বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরে অর্থাৎ ২০১১-১২ অর্থবছরে রাজ্যে আদায় হয়েছে প্রায় ৭২২ কোটি টাকার কর। লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ বেশি কর আদায় হয়েছে।
তিনি জানিয়েছেন, ২০১০-১১ অর্থবছরে রাজ্যে সংগৃহীত হয়েছিল প্রায় ৪৪৫ কোটি টাকার কর। গত এক অর্থবছরে রাজ্যে কর বৃদ্ধির হার ৪৬ শতাংশ। প্রবৃদ্ধির এই হার সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে বেশি বলেও জানান ব্রিজেশ পাণ্ডে।
তিনি জানান, ১৯৭৬ সালে রাজ্যে গঠিত হয়েছিল এই আয়কর দফতর। সে বছর মাত্র ৭২ লাখ টাকার কর আদায় করা সম্ভব হয়েছিল। সদ্য সমাপ্ত অর্থবছরে যে পরিমাণ কর আদায় হয়েছে তা গত ৩০ বছরে হয়নি।
তিনি বলেন, যে যে জায়গাগুলোতে কর ফাঁকি দেওয়ার খবর মিলছিল, সে জায়গাগুলোকে এবার সংশোধনের চেষ্টা হয়েছে। তাতেই মিলেছে এ সাফল্য।
আগামী বছরগুলোতে আরো ভালো নজরদারি করা হবে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।
বাংলাদেশ সময় : ১৮০৬ ঘণ্টা, জুন ০১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর