কলকাতা: ৩ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসা প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে শাহরুখ খানের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রবেশের নিষেধাজ্ঞা, পেট্রোলের মুল্যবৃদ্ধি প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শনিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন প্রধানমন্ত্রীর কাছে পেট্রোলের বর্ধিত মূল্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
শাহরুখ খানের ওয়াংখেড়েতে প্রবেশের ওপর মুম্বাই ক্রিকেট অ্যাসেসিয়েশন এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী তথা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাশরাও দেশমুখকে অনুরোধ করতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।
এছাড়া পশ্চিমবঙ্গের হিন্দুদের ধর্মীয় স্থান গঙ্গাসাগরে অনুষ্ঠিত সাগরমেলাকে জাতীয় মেলার মর্যাদা দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।
এদিন কলকাতার রেসকোর্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে যান মুখ্যমন্ত্রী ৷ সেখানেই পেট্রোলের মূল্যবৃদ্ধি ও সাগর মেলা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয় ৷
প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্র সরকারের কয়েকটি দফতর বাংলার উন্নয়নে অসহযোগিতা করছে বলেও মনমোহন সিংহের কাছে সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷
ওয়াংখেড়ে কাণ্ড নিয়ে শাহরুখ খানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জিও বিলাস রাওকে জানান মমতা ।
তিনি বলেন, যা ঘটেছে তা কোনও বড় ঘটনা নয় ৷খুব ছোটো বিষয় ৷বাচ্চাদের নিয়ে একটা ঘটনা ঘটেছে ৷শাহরুখের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক ৷
কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, তিনি বিষয়টি দেখছেন ৷
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনায় পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, পেট্রোলের দামবৃদ্ধি মানুষের উপর বাড়তি বোঝা ৷ বর্ধিত দাম পুরোপুরি প্রত্যাহার করা হোক।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর