ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত একটি গ্রাম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ফের ঘূর্ণি ঝড় আছড়ে পড়লো রাজ্যে। এবার সোনামুড়ায়।

মাত্র দু’মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেছে একটি গ্রাম।

শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ প্রচণ্ড বেগে ঘূর্ণি ঝড় আছড়ে পড়ে সোনামুড়ার সীমান্তবর্তী গ্রাম কলমচড়ায়। গ্রামটি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা। ওপারে রয়েছে কুমিল্লা জেলার গ্রাম আদমপুর।

রাত দেড়টায় পুরো গ্রামের মানুষ মানুষ ছিল ঘুমে। তখন শুরু হয় টর্নেডো। প্রচণ্ড বেগের হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০টি বাড়ি। এছ‍াড়া বাজারের প্রায় ৪৫টি দোকান ঘর একদম ভেঙে গেছে। গ্রামের কয়েকজন আহত হয়েছেন। ঝড় শুরু হতেই গ্রামবাসীরা গিয়ে আশ্রয় নেন পাশের ধান খেতে। এতে মানুষ জন কম আহত হন।

রোববার সকালেই এলাকায় ছুটে যান এলাকার মন্ত্রী সহিদ চৌধুরী।

প্রশাসনের উচ্চ আধিকারিকরাও গেছেন ঘটনাস্থলে। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আক্রান্তদের প্রতি।

এপ্রিল মাসেই প্রচণ্ড ঘূর্ণি ঝড় আছড়ে পড়েছিল রাজ্যের বিশালগড় এলাকায়। কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছিল সেবার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৩, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।