ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালো টাকা, লোকপাল ইস্যুতে দিল্লিতে অনশনে রামদেব-আন্না

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ৩, ২০১২
কালো টাকা, লোকপাল ইস্যুতে দিল্লিতে অনশনে রামদেব-আন্না

নয়াদিল্লি: কালো টাকা ও লোকপাল বিল ইস্যুতে দিল্লির সংসদ মার্গে একদিনের অনশনে বসলেন ভারতের সমাজকর্মী আন্না হাজারে ও যোগগুরু বাবা রামদেব। রোববার প্রচণ্ড গরম উপেক্ষা করে তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় দুই হাজার সমর্থক।



দিল্লির রামলীলা ময়দানে বাবা রামদেবের অনশনমঞ্চে লাঠিচার্জের বর্ষপূর্তিতে আয়োজিত এই কর্মসূচি সন্ধ্যে ছয়টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। অনশন শেষে ২০১৪ সালের নির্বাচন নিয়ে বাবা রামদেব তার কর্মসূচি ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লি সরকারের কাছে যন্তরমন্তরে অনশন করতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন আন্না ও রামদেব। কিন্তু দিল্লি সরকার তাদের সংসদ মার্গে অনশনের অনুমতি দেয়।

এদিন সকালে টিকারি গ্রাম থেকে পদযাত্রা করে রাজঘাটে যান বাবা রামদেব। আগে থেকেই সেখানে হাজির ছিলেন আন্না হাজারে।

দুজনে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বেলা সওয়া ১০টা নাগাদ অনশনমঞ্চে পৌঁছান দুজন। দিল্লি পৌঁছে আন্না হাজারে বলেন, ‘আলোচনা করে আন্দোলনের ভবিষ্যত্‍ রূপরেখা ঠিক করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।