ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের বৈঠক মঙ্গলবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে,  দেশের এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সে বৈঠকে। দেশের আর্থিক অবস্থা সন্তোষজনক নয়। প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী কিছু দিন আগেই ব্যয় সঙ্কোচের কথা বলেছিলেন।

সেদিক থেকে এ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।   কারণ, দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো অন্যান্য রাজ্যের চেয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া। রাজ্যগুলোর নিজস্ব আয় খুব কম। রাজ্যগুলো সম্পূর্ণ নির্ভর করে কেন্দ্রীয় সাহায্যের ওপর। ফলে কেন্দ্র থেকে দেওয়া উন্নয়নের টাকা কিভাবে খরচ হচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
একই সঙ্গে বৈঠকে রাজ্যগুলোর ওপর চাপ দেওয়া হবে ব্যয় সঙ্কোচের জন্যও, এমনই খবর জানা গেছে।  

তবে ত্রিপুরা রাজ্য থেকে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার যাচ্ছেন না। তার পরিবর্তে বৈঠকে যোগ দিতে রাজ্য থেকে যাচ্ছেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জিও কেন্দ্রের পক্ষ থেকে বৈঠকে থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, জুন ০৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।