নয়াদিল্লি: ভারতের রাজ্যসভার সদস্য হিসাবে সোমবার শপথ নিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেণ্ডুলকার।
সোমবার সকাল ১১টায় তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার সভাপতি তথা ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার জন্য রোববার রাতেই সস্ত্রীক নয়াদিল্লিতে পৌঁছান শচীন। দিল্লি বিমান বন্দরে তাকে দেখবার জন্য বহু মানুষ ভিড় জমান। এদিন সকালে তিনি সংসদ বিষয়ক মন্ত্রী রাজীব শুক্লার বাড়িতে যান। পরে রাজ্যসভায় পৌঁছে রাজ্যসভার সভাপতির কক্ষে উপস্থিত হন।
উল্লেখ্য,সম্প্রতি রাজ্যসভার সদস্য হিসাবে ভারতের রাষ্ট্রপতির মনোনয়ন পান শচীন টেন্ডুলকার। তার পাশাপাশি রাজ্যসভায় মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী রেখা এবং শিল্পপতি অনু আগা। রেখা এবং অনু গত মে মাসে শপথ নিলেও আইপিএল চলার দরুণ শপথ নিতে পারেন নি শচীন। অবশেষে এদিন শপথ নেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ০৬, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর