কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কার্য্যালয়ে রাজ্য বামফ্রন্টের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিমান বসু বলেন, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে সিপিএমের মিছিল বহু ক্ষেত্রে তৃণমূল কর্মী সমর্থকরা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন।
তিনি বলেন, এছাড়া রোববারই হাওড়ায় সিপিএমকে পদযাত্রা করতে বাধা দেওয়া হয়। দলীয় কর্মী-সমর্থকদের ভয় দেখানোর পাশাপাশি তাদের ওপর হামলাও চালানো হয়।
তার দাবি, এভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হবে। তাই রাজ্যের উন্নয়নের কথা ভেবে হিংসামূলক কার্যকলাপ বন্ধ রাখার আবেদন জানান তিনি।
তিনি জানান, পৃথিবী জুড়ে আমেরিকা যুক্ত্রাষ্ট্রের সাম্রাজ্যবাদী কার্যকলাপের নিন্দা জানাচ্ছে বামফ্রন্ট। খুব শিগগিরই সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি পালন করবে বামফ্রন্ট। এ উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করা হবে।
বাংলাদেশ সময় : ২১৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর