কলকাতা: গত এক দশকে ভারতে প্রাণ হারিয়েছে সাড়ে চার শ’রও বেশি বাঘ। বাঘ ছাড়াও তাদের হাতে মারা পড়েছে অনেক বন্য প্রাণী।
মন্ত্রক জানায়, ১৯৯৯ সাল থেকে ২০১১ সালের মধ্যে ৪৫০টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে চোরা শিকারিদের হামালায় প্রাণ হারিয়েছে ১৯৭টি বাঘ। পাশাপাশি বয়সজনিত অসুখ, নিজেদের মধ্যে সংর্ঘষ, অনাহার, সড়ক ও রেল দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৫০টি বাঘের।
মন্ত্রক আরও জানিয়েছে, অভয়ারণ্য থেকে বাঘের অবলুপ্তির প্রধান কারণ চোরা শিকার। সারিস্কা (রাজস্থান) ও পান্না (মধ্যপ্রদেশ) জঙ্গলে বাঘ বিলুপ্ত হওয়ারও সংবাদ পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১১