কলকাতা : তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। আর তারই ছেলে-মেয়ে কিনা পরপর ২ বার উচ্চমাধ্যামিক পরীক্ষায় ফেল করল! বেশ চটে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একাডেমী কাউন্সিলের চেয়ারম্যানের অপসারণ দাবি তুললেন তিনি।
রাজ্যের শিক্ষামন্ত্রীর দুই ছেলে-মেয়ে প্রভাত ও পুণম লাগাতার দু’বছর ধরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেনি৷ আর নিজের পুত্র-কন্যার এই টানা ফেলেই ক্ষিপ্ত রাজ্যের শিক্ষামন্ত্রী।
ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের সভাপতি অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছেন, সব ছাত্র যখন পাস করেছে। তখন খোদ শিক্ষামন্ত্রী কী করে নিজের ছেলে-মেয়ের অকৃতকার্য হওয়ার জন্য তার দিকে অভিযোগ তুলছেন?
এদিকে, ছেলে-মেয়ের অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর থেকে যাবতীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়াও বন্ধ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে চিঠি দিয়ে ১৫ জুনের মধ্যে এর বিহিত করারও আর্জি জানিয়েছেন তিনি৷
বাংলাদেশ সময় : ১০০০ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুমে এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর kumar.sarkerbd@gmail.com