আগরতলা (ত্রিপুরা) : উচ্চ মাধ্যমিকে এবার মেয়েরা টেক্কা দিল ছেলেদের। প্রথম বারো জনের মধ্যে সাত জনই মেয়ে।
উচ্চ মাধ্যমিকে এবার পাসের হার ৭৫ দশমিক ২ শতাংশ। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফল বের হয়।
এদিন সকাল দশটায় পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রেজাল্টের ঘোষণা দেন।
গতবারের চাইতে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। গতবার পাসের হার ছিল ৭৩ শতাংশ। এবার প্রায় ২০ হাজার ছাত্র-ছাত্রী পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে।
প্রথম দশটিস্থানে এবার জায়গা করে নিয়েছেন বারো জন। এই বারো জনের মধ্যে সাত জনই মেয়ে।
প্রথম হয়েছে রাজ্যের রাজধানীর শিশু বিহার স্কুলের রেশ্মিতা বনিক।
উপজাতি এলাকায় পাসের হার বেড়েছে আট শতাংশ।
বাংলাদেশ সময় : ১২২৭ ঘণ্টা, জুন ০৭, ২০১২
টিসি/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com