ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের অর্থমন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের অর্থমন্ত্রণালয়ের একটি অংশ আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোররাতে দিল্লির নর্থ ব্লকে দফতরটির নিচ তলায় আগুন লাগে।

আগুনে বহু নথিপত্র, চেয়ার, টেবিল, ফ্যানসহ সব কিছুই পুড়ে গেছে।

সকাল পৌনে ৬টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। তারা কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।  

গত বছর অর্থমন্ত্রকে প্রণব মুখার্জির কক্ষে সন্দেহজনক আঠাল পদার্থের উপস্থিতির খবরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল।

সংবাদমাধ্যমের একাংশের তরফে ইঙ্গিত দেওয়া হয়, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নির্দেশেই কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ আড়ি পাতার যন্ত্র বসিয়েছিল অর্থমন্ত্রীর অফিসে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।