ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইন্দো-বাংলা বন্দি প্রত্যাবর্তন চুক্তি শিগগিরই : পঙ্কজ শরণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ভারত ও বাংলাদেশ খুব শিগগিরই স্বাক্ষর করতে যাচ্ছে বন্দী প্রত্যাবর্তন চুক্তি। সাংবাদিকদের কাছে এমন কথাই জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

তিনি তিন দিনের সফরে এখন ত্রিপুরায়।

পঙ্কজ শরণ জানিয়েছেন, দু’দেশই এই বন্দি প্রত্যাবর্তন চুক্তি করতে উৎসুক। খুব শিগগিরই ভারত এবং বাংলাদেশ এই চুক্তি করবে বলে তিনি জানিয়েছেন।

কিছুদিন আগে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছিল। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তির পক্ষে মত দেয়া হয়েছিল। বন্দি প্রত্যাবর্তন চুক্তি না থাকায় বাংলাদেশে আটক ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর নেতাদের ভারতে আনা যাচ্ছে না।

এরমধ্যে উল্লেখ যোগ্য হলো- উলফার সম্পাদক অনুপ চেতিয়া। তিনি বাংলাদেশের জেলে বন্দি। ভারত সরকারও তাকে ফেরত চাইছে। কিন্তু বন্দি প্রত্যাবর্তন চুক্তি না থাকায় তাকে আনা যাচ্ছে না ।

এই চুক্তি হলে দুই দেশেরই লাভ হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
তবে কবে নাগাদ এই চুক্তি সম্পাদন হবে সে সম্পর্কে কিছু জানাননি পঙ্কজ শরণ।

বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘন্টা, জুন ০৭, ২০১২
তন্ময়, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।