আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক ও মাদ্রাসা মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে শনিবার। এ বছর পাসের হার ৬৩.৮৩ শতাংশ।
পর্ষদের কার্যালযে এক সংবাদ সন্মেলনের মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি অমিতাভ দেব রায়।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নেয় ৪৫,৭৮৮ জন ছাত্র-ছাত্রী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ শতাংশ বেশি।
সেরা দশের তালিকায় এবার ঢুকে পড়েছে ১৪ জন। প্রথম ১০টি স্থান অধিকারীর মধ্যে ৬ জনই ছাত্রী। উচ্চমাধ্যমিকের মতো মাধ্যমিকেও কৃতীদের অধিকাংশই শহরের স্কুলগুলোর ছাত্র-ছাত্রী।
মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে করে রাজধানী আগরতলার শিশুবিহার স্কুলের শৌভীক দাস। ৭টি লেটারসহ তার প্রাপ্ত নম্বর ৬৫৩। দক্ষিণ জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর বিদ্যালয়ের শুভদ্বিপ চক্রবর্তী ৭টি লেটারসহ ৬৪৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান দখল করে। রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের রাহুল দাস ৭টি লেটারসহ ৬৪৪ নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।
শিশুবিহার স্কুলের শুভজীৎ পাল ৭টি লেটারসহ ৬৪৩ নম্বর নিয়ে চতুর্থ স্থান অধিকার করে। একই স্কুলের ছাত্রী শায়ন্তিকা ঘোষ ৭টি লেটারসহ ৬৪২ নম্বর নিয়ে পঞ্চম স্থান, বিবেকানন্দ বিদ্যাপীঠের অতনু দে ৭টি লেটারসহ ৬৪১ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানটি অধিকার করে।
এছাড়া যথাক্রমে ৬৩৯, ৬৩৭, ৬৩৬, ৬৩৪, নম্বর পেয়ে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থান অধিকার করে দক্ষিণ অমরপুর উচ্চতর বিদ্যালয়ের শুভজীৎ ভট্টাচার্য্য, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের শায়ন রুদ্র পাল ও নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মনিদীপা বর্মন, ইশা দেবনাথ ও শিশুবিহার স্কুলের কোয়েল দত্ত, নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মনিষ দেবনাথ, জ্যোতির্ময়ী ভাদুরি এবং রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের নবনিতা দেবনাথ।
অন্যদিকে এ বছর মাদ্রাসা মাধ্যমিকে পাসের হার প্রায় ৭৬ শতাংশ। ৪০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল মাদ্রাসা মাধ্যমিক। যাদের মধ্যে পাস করেছে ২৮ জন। গত বছর পরীক্ষা দিয়েছিল ২২ জন। পাস করেছিল ১৭ জন। সোনামুড়ার দাউদারানী ইসলামিয়া মাদ্রাসা শীর্ষে চলে এসেছে এবছর। মাদ্রাসার দশজন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে ২ জন দ্বিতীয় বিভাগে পাস করে।
মাদ্রাসার ইনচার্জ জাকির হোসেন এ সাফল্যে যথেষ্ঠ খুশি। খুশির হাওয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝেও। সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী শহীদ চৌধুরী মাদ্রাসার এ সাফল্যে ছাত্র-শিক্ষক সকলকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, জুন ০৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর