কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুসহ অন্যান্য পণ্যের চোরাচোলান ঠেকাতে করতে এবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় কাঁটাতারের বেড়া বরাবর খাল কাটার পরিকল্পনা নিয়েছে বিএসএফ।
স্থানীয় বিএসএফ সূত্রে জানা গেছে, চোরাচালান দমনে তারা কয়েকটি পরিকল্পনা নিয়েছেন।
সূত্রটি জানাচ্ছে, বেড়ার পাশ বরাবর সীমান্তের সড়ক ধরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হচ্ছে রাতে নজরদারি করার জন্য। চ্যাংরাবান্ধা, সরদারপাড়া ও লোথামারি এই অঞ্চলগুলোতে সীমান্তে বেড়া নেই, এখানে দ্রুততার সঙ্গে আলোর ব্যবস্থা করা হচ্ছে।
সূত্রটি দাবি করেছে, এই সীমান্তে চোরাচালান গত এক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা গেছে। এই বিষয়ে জেলা পুলিশের সহযোগিতা তারা পাচ্ছেন। ইতিমধ্যেই বিএসএফ ও পুলিসের যৌথ অভিযানে বেশ কিছু গরু পাচারকারী অন্যত্র পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর