ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় টানা চারদিন ভারী বৃষ্টির সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
কলকাতায় টানা চারদিন ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বেলা গড়াতেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশের ভোলবদল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর গড়াতেই আকাশ কালো করে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে কলকাতায়।



শুধু কলকাতা নয়, রাজ্যের দক্ষিণের একাধিক জেলাতে একই চিত্র। সকাল থেকেই ছিল ঝলমলে রোদ। কিন্তু, দুপুরের প্রায় শেষলগ্নে তুমুল বৃষ্টি।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ওড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে, এর জেরেই মঙ্গলবার থেকে টানা চারদিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহর মতো উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।