নয়াদিল্লি : চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৮ জনকে আটক করা হল ভারতের উত্তরের রাজ্য হিমাচল প্রদেশে।
হিমাচল প্রদেশের মান্ডি জেলার চাউন্ত্রা গ্রাম থেকে চীনের গুপ্তচর সন্দেহে এই ৮ জনকে ধরা হয়েছে।
স্থানীয় এক তিব্বতী ধর্মগুরুর প্রাসাদসম মঠ এবং বাড়িতে ছিল এদের আস্তানা। সেই তিব্বতী ধর্মীয় গুরু এখন ফেরার।
তাদের কাছ থেকে নগদ ৩০ লাখ রুপি, ৩ হাজার মার্কিন ডলার, ইন্টারন্যাশনাল এটিএম, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং ভারতীয় ও চীনা সিমকার্ড উদ্ধার করেছে পুলিশ।
সন্দেহভাজন চীনা গুপ্তচরদের ব্যবহৃত ৪টি ছোট সিন্দুকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখানে মূল্যবান সামগ্রীও মিলেছে।
হিমাচল পুলিশের অতিরিক্ত ডিজি এস আর মার্ডি জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ আনা হয়েছে। কীভাবে চাউন্ত্রার মতো প্রত্যন্ত গ্রামে এই চীনা নাগরিকরা দলবদ্ধভাবে আস্তানা গাড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে ধরমশালায় স্বেচ্ছানির্বাসিত তিব্বতী ধর্মগুরু, সপ্তদশ কর্মাপা লামা উগিয়েন ট্রিনলে দোরজির সঙ্গে সাক্ষাৎ করতে আসা কয়েকজন ব্যক্তিকে চীনা গুপ্তচর সংস্থা এমএসএস-এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছিল হিমাচলের গোয়েন্দা বিভাগ।
এরপর কর্মাপার নিয়ন্ত্রণাধীন একটি বৌদ্ধ মঠে তল্লাশি চালিয়ে বহু কোটি টাকার চীনা মুদ্রা উদ্ধার করা হয়।
সম্প্রতি সর্বোচ্চ তিব্বতী ধর্মগুরু দলাই লামা অভিযোগ করেছিলেন, তাকে হত্যা করার জন্য গোপন ঘাতকবাহিনী নিযুক্ত করেছে বেজিং।
এই পরিপ্রেক্ষিতে হিমাচলে চীনা নাগরিকদের আটক হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতে অবস্থানরত তিব্বতী জনসমাজে।
বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com