ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চ্যাংরাবান্ধা দিয়ে ফের বাংলাদেশে বোল্ডার রফতানি

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১২

শিলিগুড়ি : বাংলাদেশ সরকার বোল্ডার রফতানির বর্ধিত শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় ভারত থেকে বোল্ডার(পাথর) রফতানি শরু হয়েছে।

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরের রফতানিকারক সংস্থার সহসম্পাদক অজয় প্রসাদ বাংলানিউজকে বলেন, ভারত থেকে বোল্ডার রফতানির জন্য বাংলাদেশ সরকার টন প্রতি ২৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা শুল্ক ধার্য করায় বাংলাদেশের ব্যবসায়ীরা বোল্ডার আমদানী বন্ধ করে দেয়।

এজন্য প্রায় ১ বছর রফতানি বন্ধ ছিল।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সরকার বর্ধিত শুল্ক প্রত্যাহার করায়,  সেদেশের ব্যবসায়ীরা আবারও যোগাযোগ করেছেন বোল্ডার নেওয়ার জন্য। আমরা আশা করছি, এই রফাতানির জন্য সরকারি সার্কুলার দ্রুত পেয়ে যাব।

উল্লেখ্য, এই স্থলবন্দর দিয়ে ব্যাপক পরিমানে বোল্ডার বাংলাদেশে রফতানি হয়। সড়ক নির্মান, নদীর বাঁধ নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে এ বোল্ডারের ব্যাপক চাহিদা আছে।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।