ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রেসিডেন্ট পদে মনমোহন, সোমনাথের নাম প্রস্তাব মমতার

রক্তিম দাশ, ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ১৪, ২০১২
প্রেসিডেন্ট পদে মনমোহন, সোমনাথের নাম প্রস্তাব মমতার

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জটিলতা অব্যাহত। সোনিয়া গান্ধীর পছন্দের প্রার্থী বঙ্গসন্তান প্রণব মুখার্জিকে ঠেকাতে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মনমোহন সিং আর জাতীয় রাজনীতি থেকে অবসর নেওয়া একদা তার প্রবল প্রতিপক্ষ সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জির নাম প্রস্তাব করে ‘মাস্টার স্ট্রোক’ দিয়েছেন।



এক ঢিলে দুই পাখি মারার মতো, তিনি একদিকে যেমন কংগ্রেসকে চাপে ফেলেছেন মনমোহন সিং-এর নাম করে। অন্যদিকে বহিষ্কৃত সিপিএম নেতা সোমনাথ চ্যাটার্জির নাম তুলে বামেদের বেকায়দায় ফেলেছেন।

মমতার এই প্রস্তাবে মনমোহনের নাম আসাতে রাজনৈতিক মহল মনে করছেন, রাজ্যের আর্থিক দাবি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে ইউপিএ-২ সরকারের প্রধানমন্ত্রীর ভূমিকায় একদমই খুশি নন তিনি। তাই কিছুটা ঘুরিয়ে সরাসরি প্রতিবাদের রাস্তায় না হেঁটে তার নামের প্রস্তাব করা হয়েছে।

একই কথা প্রযোজ্য প্রণব মুখার্জির প্রশ্নে, এখানেও সেই রাজ্যে আর্থিক দাবি দাওয়া, বিভিন্ন প্রশ্নে রাজ্য রাজনীতিতে প্রায় জোট ভেঙে যাওয়ার উপক্রম হওয়া, যদিও এই বিষয়গুলি মানতে নারাজ মুখ্যমন্ত্রী। দিল্লিতে তিনি সাফ বলেছেন, এর সাথে এর কোন সর্ম্পক নেই।

এরই মধ্যে প্রয়াত জননেতা জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়ার জন্য যেমন তার দল সিপিএমকে দোষ দেওয়া হয়েছিল, সেরকম বঙ্গসন্তান প্রণব মুখার্জির নাম সমর্থন না করা নিয়ে তাকে যেন দোষি না হতে হয় তাই তিনি সোমনাথ চ্যাটার্জির নাম প্রস্তাব করে দিয়েছেন।

এদিকে তার এই প্রস্তাবে বামেরাও বিপাকে পড়েছে। তারা প্রণব মুখার্জির দিকে ঝুঁকেছিলেন, কিন্তু খাতায় কলমে বহিষ্কৃত হলেও এখনও সোমনাথ চ্যাটার্জি বামেদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন তার নাম মমতা করায় বাম শিবির যথেষ্ট অস্বস্তিতে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে জোট জটিলতা কাটাতে জোর তৎপরতা শুরু হয়েছে রাজধানি দিল্লিতে।

বৃহস্পতিবার সকালেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রনব মুখার্জি। বৈঠকে উপস্থিত রয়েছেন এ কে অ্যান্টনি ও আহমেদ প্যাটেল।

এরপর বিকালেই কংগ্রেসের কোর কমিটির বৈঠকে বসছে। রাজনৈতিক মহলের ধারণা, ওই মিটিং থেকেই কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। এছাড়া অন্য দলগুলির সঙ্গেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা শুরু করেছে কংগ্রেস।

এদিকে বিজেপিও জানিয়েছে ইউপিএ তাদের প্রার্থীর নাম ঘোষণা করার পরই তারা তাদের মত জানাবে।

এদিকে মমতা-মুলায়মের প্রস্তাবিত প্রার্থীর নাম ঘোষণার পর কংগ্রেস শিবির থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না যাওয়ায় ধোঁয়াসার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নাম মমতা-মুলায়মের তালিকায় থাকলেও তা কংগ্রেস এখনও খারিজ না করায় তাকে রাইসিনা প্যালেসে পাঠানোর চিন্তা বিবেচনা করা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।