ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিমল গুরুং

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১২

শিলিগুড়ি: জিটিএ প্রসঙ্গে শ্যামল সেন কমিটির রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করলেন মোর্চার সভাপতি বিমল গুরুং।

এদিন তিনি বলেন, ‘এটি শ্যামল সেনের রিপোর্ট নয়, মমতা সেনের রিপোর্ট।

১৬ জুন মহাকরণে মোর্চার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। সেখানেই বিমল গুরুং তাদের মতামত জানাবেন।

প্রসঙ্গত কদিন আগে বিচারপরি শ্যামল সেনের নেতৃত্বে ৯ কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। তাতে ৫টি মৌজা জিটিএ-র অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। মোর্চা দাবি করেছিল ৩৯৬টি মৌজা জিটিএ-র অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।