ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বীরভূমে টিকিট পরীক্ষকের ধাক্কায় ট্রেনযাত্রীর মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১২

কলকাতা: বচসার জেরে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ট্রেন থেকে ফেলে দেওয়ার পর হাসপাতালে ওই যাত্রীর মৃত্যু হয়।



শুক্রবার সকাল ৮টা নাগাদ বীরভূমের তারাপীঠের কাছে মল্লারপুর স্টেশনে ডাউন লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টিকিট পরীক্ষককে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ট্রেনটিতে টিকিট পরীক্ষার সময় এক ব্যক্তির সঙ্গে টিকিট পরীক্ষকের বচসা হয়। ট্রেনটি মল্লারপুর স্টেশনে ঢোকার সময় দু’জনের মধ্যে বচসা চলাকালে টিকিট পরীক্ষক ওই ব্যক্তিকে ধাক্কা দেন।

ওই ব্যক্তি স্টেশনের প্লাটফর্মে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে টিকিট পরীক্ষকের এ আচরণে অন্য যাত্রীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। টিকিট পরীক্ষকের ওপর শুরু হয় গণপিটুনি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময় : ১২২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।