ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিধানসভার ২টি আসন ধরে রাখল তৃণমূল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১২

কলকাতা: রাজ্যের ২টি বিধানসভার উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল। বাঁকুড়া সদর ও দাসপুর বিধানসভা ফের নিজেদের দখলে রাখল তৃণমূল৷

শুক্রবার ভোটের ফল বের হলে দেখা যায়, বাঁকুড়া সদর আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্তকে ১৫ হাজার ১৩৯ ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র৷

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়া৷ তিনি ১৮ হাজার ৯১৮ ভোটে হারিয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সমর মুখ্যোপাধ্যায়কে৷ তবে দুটি কেন্দ্রেই গত বিধানসভা নির্বাচনের তুলনায় তৃণমূলের জয়ের ব্যবধান কমেছে৷

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের মৃত্যুতে বাঁকুড়া সদর আসনটি ফাঁকা রয়েছে৷ এই আসনে তৃণমূলের প্রার্থী কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতি মিশ্র৷

অন্যদিকে, তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুতে খালি হয় দাসপুরের আসনটি ৷ ওই আসনে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছেন তাঁরই স্ত্রী মমতা ভুঁইয়া ৷

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।