নয়াদিল্লি: বিধানসভার উপনির্বাচনে ত্রিপুরায় আসন ধরে রাখতে পারলেও কেরলে ধাক্কা খেল সিপিএম।
ত্রিপুরার সিপাহিজলা জেলার নলচর(তফশিলী জাতি সংরক্ষিত) আসনটি নিজেদের দখলে রাখলো রাজ্যে ক্ষমতাসীন দল সিপিএম।
রাজনৈতিক মহলের ধারণা, আগামী বছরের গোড়াতেই ত্রিপুরায় বিধানসভা ভোটের আগে এই উপনির্বাচনে ব্যবধান বাড়িয়ে জয়ের পর বামপন্থীদের মনোবল বেশ কিছুটা বাড়বে। সিপিএম বিধায়ক সুকুমার বর্মনের মৃত্যুতে নলচর আসনটি শূন্য হয়।
এ আসনে ২০০৮ এর বিধানসভা আসনে সিপিএম প্রার্থী সুকুমার বর্মন ২৫৩২ ভোটে নির্দল প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন।
অন্যদিকে কেরালায় ধাক্কা খেল সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ জোট। নেয়াত্তিনকারা বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী এফ লরেন্সকে ৬৩০০ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ইউডিএফ জোটের কংগ্রেস প্রার্থী আর সেলভারাজ।
উল্লেখ্য, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে নেয়াত্তিনকারা কেন্দ্রে এলডিএফ জোটের সিপিএম প্রার্থী হিসেবে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ৬৭০২ ভোটে জয়ী হয়েছিলেন এবারেও জয়লাভ করা আর সেলভারাজ।
পরে তিনি পদত্যাগ করে কংগ্রেস শিবিরে যোগদান করেন। আর এবারের নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর