নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।
শুক্রবার এনডিএ শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।
তিনি বলেন, “নির্বাচন এখনও অনেক দেরি আছে। তাই ফের আলোচনায় বসবে এনডিএ। ”
এদিন এই নির্বাচন নিয়ে ইউপিএ জোট সরকারকে খোঁচা দিতে ছাড়েন নি বিজেপি’র এই বর্ষীয়ান নেতা বলেন, “ইউপিএ-র মধ্যে কোনো সমন্বয় নেই। নির্বাচন নিয়ে সরকারের সব দলের সঙ্গেই আলোচনা করা উচিত। ”
এর পাশাপাশি তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে অ-কংগ্রেসি দলগুলো নিয়েও আলোচনা হতে পারে। ”
এদিকে রাষ্ট্রপতি পদের জন্য কালামের নাম উঠায় তিনি বলেন, “কালামের নাম দু’জন প্রস্তাব করলেই জয় সুনিশ্চিত হয় না। ”
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর