কলকাতা: কলকাতায় কয়েক ঘণ্টার ব্যবধান ২টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে আগুনে ভষ্মীভূত হয়ে গেছে ট্যাংরার খালপাড় লাগোয়া বস্তি এলাকা।
অন্যদিকে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে পার্ক স্ট্রিটের কারনানি এস্টেটের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্লাস্টিকের গুদাম থেকেই ট্যাংরারা আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। দমকল বাহিনী দেরিতে পৌঁছানোর কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দিবাগত রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১০টি ইঞ্জিন।
প্লাস্টিকের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন দমকলকর্মীরা।
এদিকে এই আগুনের জেরে ভষ্মীভূত খালপাড় লাগোয়া ৯০০ ঝুপড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১২টা নাগাদ হঠাত্ ৮ নম্বর পাগলাডাঙা রোডের এই প্লাস্টিকের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।
১২টা ৫০ মিনিট নাগাদ গুদাম সংলগ্ন খালপাড়ের বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন। ঘন জনবসতি এলাকায় আগুন লাগায় আতঙ্কে ঝুপড়ি ফাঁকা করে দেন স্থানীয় বাসিন্দারা। এরপর বেশ কয়েকটি গ্যাস সিলিণ্ডারে বিস্ফোরণের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনাস্থলে পৌঁছে টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১০টি ইউনিট। রাত ৩টা নাগাদ পুরোপুরিভাবে আয়ত্তে আসে আগুন। ঘটনায় হতাহত না হলেও অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্লাস্টিকের গোডাউনসহ ৯০০টি ঝুপড়ি ঘর। ঘটনাস্থলে দমকলের বা পৌরসভার কোনও পদস্থ আধিকারিক না আসাতে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভও দেখান তাঁরা।
অন্যদিকে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ পার্ক স্ট্রিটের কলামন্দিরের কাছে কারনানি এস্টেটে আগুন লাগে। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে এস্টেটের বাসিন্দাদের মধ্যে। আটকে পড়েন কয়েক’শো বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।
প্রায় দু`ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার করা হয় বাসিন্দাদেরও। আগুনের কারণ সম্পর্কে দমকলের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু বলা না হলেও শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর