ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালামকে রাষ্ট্রপতি করতে ফেসবুকে মমতার আহ্বান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১২
কালামকে রাষ্ট্রপতি করতে ফেসবুকে মমতার আহ্বান

কলকাতা: একা হলেও তিনি হাল ছাড়েননি। নিজের সিদ্ধান্তে বরাবর অটল থাকার মতোই এবারও ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পছন্দের প্রার্থী হিসেবে সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে অটল রয়েছেন মমতা ব্যানার্জি।



‘খেলা এখনও শেষ হয়নি’ শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বহু প্রতীক্ষিত উত্তর ছিল। শনিবার তিনি তার বিবৃতি দেবেন বলেও সাংবাদিকদের জানান।

দিল্লির রাজনীতির জগৎ যখন তাকে প্রত্যাখান করেছে তখনও তিনি আশার আলো দেখেন নিজের সিদ্ধান্তে অটুট থেকে।

অবশেষে মমতা ব্যানার্জি ফেসবুকের আশ্রয় নিয়েছেন, এপিজে আবদুল কালামের পক্ষে ভোট সংগ্রহ করতে। তিনি মানুষের মন জয় করতে চেয়েছেন, রাজ্যের গর্ব দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে।

মমতা ব্যানার্জি ফেসবুকে বলেছেন, ‘আমি সেই কণ্ঠস্বরের প্রতিভূ যারা ভারতের একজন প্রকৃত রাষ্ট্রপতি চায়। ’

নিজের জায়গা থেকে একচুলও না সরে তিনি বলেছেন, ‘আমার দল ছোট। অন্য দলের মত ক্ষমতাশালী নয়। তবে আমরা সত্যের পক্ষে। আমরা আত্মবিশ্বাসী। সারা জীবন আমি আমার আর্দশে অটল থেকেছি। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতেই অটল আছি। কালামই রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য প্রার্থী। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।