ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি প্রার্থী হতে চান বিজেপি নেতা জেঠমালানি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জুন ১৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থিতায় আবারও চমক। নিজের দল সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি নেতা বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানি।

এর আগে সাবেক স্পিকার পি এ সাংমা এ পদে লড়বেন বলে জানিয়েছিলেন।

শনিবার জেঠমালানি দিল্লিতে বলেন, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী নন৷ তাকে সর্বসম্মতিতে রাষ্ট্রপতি নির্বাচন জিততে দেবো না৷

তিনি আরো বলেন, প্রণব আমার বন্ধু। কিন্তু বিনা লড়াইয়ে তাকে জিততে দেবো না। আমি লড়ার জন্য প্রস্তুত। হারলেও আমার কিছু যায় আসে না। আমি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে প্রণবকে না জেতানোর জন্য আবেদন করবো। কারণ, কালো টাকা উদ্ধারে তিনি কিছুই করতে পারেননি। তার কাজকর্ম দেশের মানুষকে জানানোর জন্যই আমি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে চাই।

তার দল নিষেধ করলেও তিনি লড়াইয়ে থাকবেন বলে জানিয়েছেন জেঠমালানি ৷

যদিও জানা গেছে, জেঠমানালানির এ ঘোষণায় ক্ষুব্ধ বিজেপি৷

বিজেপির কোর কমিটির বৈঠকের পর দলের নেতা অনন্ত কুমার জানিয়ে দেন,  রোববার বেলা ১১টায় এনডিএ’র বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

অন্যদিকে, দিল্লি রাজনৈতিক মহল মনে করছে, শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে পিএ সাংমার নাম ঘোষণা করতে পারেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা৷ সমর্থন করতে পারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস৷

বাংলাদেশ সময় : ০২১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।