ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আগুনে পুড়ে গেল দোকান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুন ২০, ২০১২

কলকাতা: আগুনে পুড়ে গেছে কলকাতা লেনিন সরণির একটি লেপ-তোষকের দোকান৷ মঙ্গলবার সন্ধে ৬ টা নাগাদ ২৭ নম্বর লেনিন সরণির দোকানটিতে আগুন লাগে৷ দোকান থেকে দ্রুত বের করে আনা হয় ক্রেতা এবং কর্মীদের।

প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১২ টি ইঞ্জিন৷ ঘটনায় কেউ হতাহত হননি ৷

দমকলের অভিযোগ, দোকানটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না৷ অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে লেনিন সরনি৷ অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷

৫ তলা ভবনটির একতলার ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে গ্রাউন্ড ফ্লোরের গুদামে ৷সেখানে কাপড়, তুলো-সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে পুড়ে যায় দোকানটি৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকল ৷কিন্তু তীব্র ধোঁয়ায় সমস্যায় পড়েন দমকলকর্মীরা ৷

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী জাভেদ খান এবং মেয়র শোভন চ্যাটার্জি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ৷

প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক রুপি ৷তবে আগুন লাগার কারণ জানা যায়নি ৷

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।