ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রথের দিন থেকেই কলকাতায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ২১, ২০১২
রথের দিন থেকেই কলকাতায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলকাতা: দুর্গাপূজার এখনো ৪ মাস বাকি থাকলেও বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রার দিনটি থেকেই কলকাতার শারদীয়া পূজা কমিটির আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে৷

সকাল থেকে মহানগরীর বিভিন্ন সার্বজনীর দুর্গাপূজা উৎসব কমিটির প্যান্ডেলের খুঁটিপূজা অনুষ্ঠিত হয়৷ এর মধ্য দিয়েই রথের উৎসবের মাঝেই শারদোৎসবের সূচনা হয়ে গেল।
 
রথযাত্রা উপলক্ষে কলকাতার বিভিন্ন বনেদী বাড়িতে হয় দুর্গা প্রতিমার কাঠামো পূজা।

অন্যদিকে, বারোয়ারি পূজাগুলোতেও খুঁটিপূজা উৎসব শুরু হয়৷

বেলা একটু গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি৷ অবশ্যই রথযাত্রারই ইঙ্গিত যেন৷ সকালে একদিকে রথ টানতে মেতে ওঠে কচিকাঁচার দল, অন্যদিকে শুরু হয় পূজার অনুষ্ঠান৷

ত্রিধারা সম্মিলনী, টালা বারোয়ারি, তেলেঙ্গাবাগান, আহিরীটোলা, বড়িশা, লেকপল্লী. নেতাজী জাতীয় সেবাদল, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, কেন্দুয়া শান্তিসঙ্ঘ, কাশী বোস লেনেসহ কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে মহাসমারোহে পালিত হয় খুঁটিপূজার উৎসব।

বাকি আর ৪ মাস৷ তবু এ দিনেও আকাশে মন কেমন করা পূজার গন্ধ৷ আর প্রতীক্ষার শুরু, পবিত্র ঈদের পর বাঙালির আর এক শ্রেষ্ঠ উৎসবের৷

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা. জুন ২১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।