ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর জমি মামলার রায় নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ২২, ২০১২

কলকাতা: সিঙ্গুর জমি মামলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শুক্রবারের রায় টাটাদের পক্ষে যাওয়া নিয়ে রাজ্যের শাসকদল তৃনমূল ও বামফ্রন্টের পক্ষ থেকে পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া গেছে।

এদিন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রের অনুমতি ছাড়া আইন প্রণয়ন করতে পারে না।

জমি ফেরত দিতেও পারে না। এক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, সিঙ্গুর মামলার বিষয়ে সরকার প্রথম থেকেই দুর্বল অবস্থানে ছিল। এ জন্যই মুখ্যমন্ত্রী বারবার ভয় পেয়েছেন। অসাংবিধানিক পদ্ধতিতে জমি অধিগ্রহণ করা যায় না এবং তা কৃষকদের মধ্যে বিলি করাও যায় না।

সিঙ্গুর আপিল মামলার রায় নিয়ে সরাসরি কোনো মন্তব্য এদিন করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ মামলার রায় নিয়ে আলোচনা করতে সরকার পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি ও ভূমি দফতরের সচিবকে বিধানসভায় ডেকে পাঠান মুখ্যমন্ত্রী।

হাইকোর্টের রায়ের প্রসঙ্গে তিনি জানান, আইন নিজের পথেই চলবে।

তবে, তিনি বলেছেন, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে দায়বদ্ধ সরকার ৷ তাদের পাশে রাজ্য সরকার ছিল, আছে থাকবেও ৷তাদের জন্য যা যা করণীয়, তা করবে সরকার৷ শেষ পর্যন্ত জয় হবে কৃষকদেরই।

শিল্পমন্ত্রী পার্থ  চ্যাটার্জি বলেছেন, ক্ষেতমজুর  এবং অনিচ্ছুক কৃষকদের স্বার্থ রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ৷ আমরা তাদের পাশেই আছি৷ রায়ের কপি হাতে এলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

এদিকে , রায় ঘোষণার পর সরকার পক্ষের আইনজীবী ও সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আপিল করবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।