নয়াদিল্লি: বিজেপির সমর্থনে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অবতীর্ণ পূর্ণ অ্যাজিটক সাংমা শুক্রবার ‘বাকযুদ্ধে’ নামার চ্যালেঞ্জ ছুঁড়লেন ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জিকে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সরাসরি রাজনৈতিক বিতর্কে নামার রেওয়াজ থাকলেও ভারতে এ ধরনের কোনো নজির নেই।
তবে কেন এমন প্রস্তাব? এর উত্তরে সাংমা বলেছেন, ‘‘গণতন্ত্র মানেই বিতর্কের অবকাশ। আর তাই অগ্রজ রাজনীতিবিদ হিসেব প্রণব মুখার্জিকে সম্মান করলেও তাকে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানাচ্ছি। ’’
এর পাশাপাশি দলত্যাগী এনসিপি নেতা তিনি আশা করেন উত্তর-পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ‘বিবেক ভোট’ পাবেন তিনি।
দিল্লির রাজনৈতিক মহলের মতে, বিজেডি, এআইএডিএমকের পাশাপাশি বিজেপি এবং শিরোমনি অকালি দলের সমর্থন পাওয়ার ফলে রাইসিনা হিলের দৌঁড়ে সম্মানজনক পরাজয়টুকু অন্তত নিশ্চিত করেছেন পি এ সাংমা।
এ পরিস্থিতিতে তার লক্ষ্য রাজনৈতিকভাবে আপাত উত্তাপহীন রাষ্ট্রপতি নির্বাচনের উত্তেজনার পারদটা আরো উচ্চগ্রামে নিয়ে যাওয়া।
সেক্ষেত্রে সংসদীয় ও পরিষদীয় সংখ্যাতত্ত্বের হিসেবে অনেক এগিয়ে থাকা ইউপিএ প্রার্থীকে কিছুটা চাপে ফেলা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়ানো সাংমাকে সমর্থন করার ফলে বিজেপির অন্দরমহলে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে।
তার পরাজয়ের প্রভাব যাতে আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলের ফলাফলের ওপর না পড়ে সেদিকে লক্ষ্যে রেখে রাষ্ট্রপতি ভোটের প্রচারপর্বে সাংমাকে সামনে রেখে ইউপিএ সরকারের ব্যর্থতাগুলো জনসমক্ষে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন নীতিন গডকড়ি-অরুণ জেটলিরা।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২২, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর