ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ফের দোকানে আগুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১২

কলকাতা: ফের আগুন লাগার ঘটনা ঘটেছে কলকাতার একটি দোকানে। শুক্রবার সন্ধ্যায় উল্টোডাঙার একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে৷ তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



এদিন সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে উল্টোডাঙার মোড়ের বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের চারতলায়৷ দোকানে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে৷

খবর পেয়েই ছুটে আসে উল্টোডাঙা ও মানিকতলা থানার পুলিশ৷একে একে ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন৷ আসে বিপর্যয় মোকাবিলা দলও৷ পরিস্থিতি মোকাবিলায় আনা হয় অত্যাধুনিক ল্যাডার৷

দমকলের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷স্থানীয় বাসিন্দারা ভয়ে প্রধান সড়কে বেরিয়ে আসেন৷

ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান, অঞ্চলের তৃণমূল বিধায়ক পরেশ পাল ও বিভিন্ন রাজনৈতিক নেতা।

দমকলের অভিযোগ, দোকানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল না৷কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷ জানা যায়নি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ৷

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০১২
আরডি/এমইএস/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।