কলকাতা: ভারতের রাষ্ট্রপতি পদে ইউপিএ`র প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর শুক্রবার রাতে প্রথম কলকাতায় এলেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
এদিন রাতে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানানোর জন্য অগনিত কংগ্রেস সমর্থক তার বিশাল কাটআউট নিয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসভবনের সামনে জড়ো হয়।
বিমানবন্দর থেকে তার কনভয় বাসভবনের সামনে আসলে উচ্ছাসে ফেটে পড়ে জনতা। ফুল, মালা ও সবুজ আবিরে তাকে বরণ করা হয়। রাজ্য কংগ্রেসের বিভিন্ন নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বাসভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ইউপিএ`র সঙ্গে না থাকা ১৪টি রাজনৈতিকদল তাকে সমর্থন করছে। আমি সব রাজনৈতিকদলের সমর্থন চাই।
শনিবার বিকেলে তিনি বীরভূমের কীর্ণাহারের গ্রামের বাড়িতে যাবেন তার দিদি অন্নার্পূণা দেবীর আর্শীবাদ নিতে। এদিন কলকাতা থেকে সড়কপথে বিকেল ৪টায় তিনি গ্রামে আসবেন।
প্রণব মুখার্জির কীর্ণাহারে প্রতিষ্ঠিত ক্লাব কিশোর বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য গ্রামের প্রবেশ পথে তোরণ নির্মাণ করা হয়েছে।
এদিন রাতেই কলকাতায় ফিরে আসবেন তিনি। তবে তিনি সমর্থন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এই সংক্ষিপ্ত সফরে আদৌও দেখা করবেন কী-না তা এখন টক অব টাউন।
বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, জুন ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর