কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং। শনিবার থেকে তিনি জিওসি-ইন-ইর্স্টান কমান্ড হলেন।
ইর্স্টান কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে ইর্স্টান কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি এদিন ৭১ এর যুদ্ধে শহীদ সেনাদের স্মৃতিতে নির্মিত বিজয় স্মারকে শ্রদ্ধা জানান।
ইস্টার্ন কমান্ডের সাবেক জিওসি বিক্রম সিং ভারতীয় সেনাবাহিনীর প্রধান হওয়ায় তার স্থলভিষিক্ত হলেন দলবীর সিং। এর আগে তিনি নাগাল্যান্ডের ডিমাপুরে ৩ কর্পস এর কমান্ডার পদে ছিলেন। তিনি রাজস্থানের চিতোরগড় সৈনিক স্কুল, খাদাকওয়াসালার ন্যাশানাল ডিফেন্স একাদেমী এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাদেমীসহ দেশ-বিদেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন।
১৯৭৪ সালে পঞ্চম গোর্খা রেজিমেন্টে যোগ দেন দলবীর সিং। নাগাল্যান্ডের রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীরের ইনফ্যান্ট্রি বিগ্রেডের দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কসহ বিভিন্ন রাষ্ট্রে ভারতীয় সেনার হয়ে প্রতিনিধিত্ব করছেন।
ভারতীয় সেনাবাহিনীর অতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর