ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লন্ডন অলিম্পিকে নাশকতার পরিকল্পনা ছিল হামজার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১২

নয়াদিল্লি: ভারতে গ্রেফতার মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত আবু হামজাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এবার জঙ্গিদের নিশানায় ছিল লন্ডন অলিম্পিক।

অলিম্পিক চলাকালীন বিমান অপহরণ ও হোটেলে হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।

দুবাই ও সৌদি আরবে নেটওয়ার্কের তথ্যও পেয়েছেন গোয়েন্দেরা। আরও তথ্যের জন্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের সঙ্গেও যোগাযোগ করছে দিল্লি পুলিশ।

সোমবারই ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে আবু হামজাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তিনি ইন্ডিয়ান মুজাহিদিনের গুরুত্বপূর্ণ নেতা বলে দাবি পুলিশের। পাশাপাশি ২০০৬ সালের পর থেকে লস্কর-ই-তৈয়বারও সদস্য হন এই আবু হামজা।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণ, গুজরাতে ধারাবাহিক বিস্ফোরণ-সহ আরও কয়েকটি হামলার ঘটনায় জড়িত ছিল আবু হামজা। আবু হামজাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই হামলার তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।   আবু হামজাকে ১৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশের অনুমান, আবু হামজাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই নাশকতার তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ২৬/১১-র আগে আজমল আমির কাসাব, তার সঙ্গী নয়জন জঙ্গিকে হিন্দি ভাষার প্রশিক্ষণ দিয়েছিল এই জবিউদ্দিন। হামলা চালকালীন লস্কর-ই-তৈয়বার কন্ট্রোল রুম থেকে তাজ প্যালেস, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান পয়েন্টে হামলাকারী লস্কর বাহিনীকে নাশকতার নির্দেশ দিয়েছিল আবু হামজা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আরডি/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।